লক্ষ্মীপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৫:৩০
লক্ষ্মীপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ১ অক্টোবর, রবিবার ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।


এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’।


দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঝুমুর চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।


এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবার সহকারী উপপরিচালক আবদুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হোসেন, সদস্য সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, সদর উপজেলা কর্মকর্তা শরিফ হোসেন, পৌর কর্মকর্তা টিটু চন্দ্র দাস, নির্বাহী পরিচালক পোস্টাল এ্যাডভান্সমেন ঘোমাটি নূর মোহাম্মদ প্রমুখ।


বিবার্তা/সুমন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com