মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে ২১ রোহিঙ্গা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৯
মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে ২১ রোহিঙ্গা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২১ নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের নাফনদী সংলগ্ন সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।


আটক ব্যক্তিরা হলেন, আনোয়ার খান, হাফিজ আনোয়ার, জিয়াবুর রহমান, ইউনুস, জিয়াউর রহমান, হারুন, আনোয়ার, মোসাম্মত খতিজা, মমতাজ বেগম, দুলো, নুর হাফেজ, দিল বাহার, সায়েরা, সেতারা, সামিরা, খালেদা, ইছাক, মুসতাকিমা, সাহেদ আলম, রমজান আলী ও সাহেদ। তারা সবাই মিয়ানমারের আরকান রাজ্য মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিয়ানমারের নাগরিক নাফনদী পার হয়ে বড়ইতলী নামক স্থান দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবির টহলদল তাদেরকে আটক করে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। বিজিবির সদস্যরা তাদেরকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নাফ নদী দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। চিকিৎসার অজুহাতে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল বলে জানা গেছে।


ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২১ জন নাগরিককে আটক করে বিজিবির সদস্যরা। তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com