
ভারতকে পেছনে ফেলে ফের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া।
৩ মে, শুক্রবার আইসিসির হালনাগাদ করা বার্ষিক র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরেছে। তাদের কাছে শীর্ষস্থান হারানো ভারত ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে। ১৫ পয়েন্টের ব্যবধান রেখে তিনে ইংল্যান্ড। ১০৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
র্যাংকিংয়ে তৃতীয় থেকে নবম স্থানের কারও কোনও পরিবর্তন হয়নি। ৯৬ রেটিং নিয়ে পাঁচে নিউজিল্যান্ড, পাকিস্তান ষষ্ঠ, শ্রীলঙ্কা সপ্তম ও ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে রয়েছে। বাংলাদেশ ৫৩ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে। একাদশতম স্থানে আয়ারল্যান্ড। আফগানিস্তান রয়েছে সবার নিচে।
টেস্টের মুকুট খোয়া গেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষেই আছে ভারত। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু ক্রমতালিকায় শীর্ষেই আছে ভারত। তালিকায় দ্বিতীয় স্থানে অজিরা। দুই দলের মধ্যে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের।
ওয়ানডে র্যাঙ্কিং তালিকায় উল্লেখযোগ্য বদল বলতে জিম্বাবুয়েকে টপকে ১১ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। এদিকে, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার। তারা তিন থেকে দুইয়ে উঠে এসেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে। পাকিস্তান টি-২০ র্যাঙ্কিং তালিকায় ২ ধাপ নেমে সাতে চলে গেছে।
আইসিসির টেস্ট র্যাঙ্কিং:-
১. অস্ট্রেলিয়া- ১২৪ রেটিং পয়েন্ট
২. ভারত- ১২০ রেটিং পয়েন্ট
৩. ইংল্যান্ড- ১০৫ রেটিং পয়েন্ট
৪. দক্ষিণ আফ্রিকা- ১০৩ রেটিং পয়েন্ট
৫. নিউজিল্যান্ড- ৯৬ রেটিং পয়েন্ট
৬. পাকিস্তান- ৮৯ রেটিং পয়েন্ট
৭. শ্রীলঙ্কা- ৮৩ রেটিং পয়েন্ট
৮. ওয়েস্ট ইন্ডিজ- ৮২ রেটিং পয়েন্ট
৯. বাংলাদেশ- ৫৩ রেটিং পয়েন্ট
১০. জিম্বাবুয়ে- ২৩ রেটিং পয়েন্ট
১১. আয়ারল্যান্ড- ১৫ রেটিং পয়েন্ট
১২. আফগানিস্তান- ০ রেটিং পয়েন্ট
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]