
চলমান তীব্র তাপদাহের মধ্যে তৃষ্ণার্ত রিক্সা-সিএনজি-ঠেলাগাড়ি-বাস-পিক আপ চালক ও হেলপারসহ শ্রমজীবী কর্মজীবী মানুষ এবং পথচারীদের মধ্যে জাসদের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা পানীয়জল বিতরণ করেন।
৩ মে, শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকায় সড়কে এ পানীয়জল বিতরণ করা হয়।
এ সময় দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, সহ-সম্পাদক ধীমান বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক. যুব নেতা মুকুল হোসেন, ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
গত এক সপ্তাহ ধরে জাসদের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে তৃষ্ণার্তদের মাঝে পানীয়জল বিতরণ করছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]