
সুনামগঞ্জের মধ্যনগরে সোমেশ্বরী নদীতে ডুব দিয়ে ইয়ানিস (২৩) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
৩ মে, শুক্রবার বেলা সাড়ে এগারোটায় দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের উত্তরে সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
ইয়ানিছ উপজেলার চামরদানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবুল কালামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীতে একটি ঠেলাগাড়ি পড়ে যায়। পরে নদী থেকে ঠেলাগাড়ি ওঠানোর জন্য নদীতে ডুব দেয়। কিন্তু সে আর উঠেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে একজন এস আই সহ ফোর্স পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়া হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রওনা দিচ্ছি।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]