
ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে অখ্যাত দল অলিম্পিয়াকসের কাছে ৪-২ গোলে হেরে গেল অ্যাস্টন ভিলা । ফাইনালে যাওয়ার পথে ভিলার এই হার তাদের জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত।
অপরদিকে এই জয় বড় স্বপ্ন ছোঁয়ার পথে লম্বা লাফ গ্রিক সুপার লিগের ক্লাব অলিম্পিয়াকসের। এবার যদি তারা টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারে তাহলে ইউরোপীয় কোনো ক্লাব প্রতিযোগিতায় ফাইনালে খেলা দ্বিতীয় গ্রিক ক্লাব হওয়ার কীর্তি গড়বে অলিম্পিয়াকস।
গতকাল ভিলার মাঠে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় অলিম্পিয়াকস। ১৬ ও ২৯ মিনিটে টানা দুই গোল করেন কাবি।
প্রথমার্ধের ইনজুরি সময়ে একটি গোল শোধ করে ভিলা। গোলটি করেন অলি ওয়াটকিনস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫২ মিনিটে) ভিলার হয়ে গোল করেন মৌসা দিয়াবি। এতে ২-২ গোলে সমতায় ফেরে ভিলা।
ভিলা সমতায় ফেরার ৪ মিনিটে পেনাল্টি পেয়ে যায় অলিম্পিয়াকস। সেই পেনাল্টিকে গোলে রূপান্তর করেন কাবি। এতে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন তিনি। তার দারুণ গোলে অলিম্পিয়াকস এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। ভিলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন সান্তিয়াগো হেজে। ৬৭ মিনিটে গোল করে অলিম্পিয়াকসকে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে দেন তিনি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]