
সাভারে পৃথক সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মে, শুক্রবার সাভারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের গেন্ডা ও সাধাপুর এলাকায় রাস্তায় মাটির ট্রাক চলাচল নিয়ে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাতেন ও ইকবালের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হয় অন্তত বিশ জন। এঘটনায় উভয় পক্ষের লোকজন সাধাপুর গেন্ডা এলাকায় লাঠি সোঁটা নিয়ে অবস্থান নেওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায় আঞ্চলিক সড়কটিতে।
অপরদিকে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত দশ জন। পরে আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]