
ভারী বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি এবং বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।
শুক্রবার (৩ মে) ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, ‘গতরাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়ের কিছু মাটি ধসে এসে সড়কের ওপর পড়েছে। তাই আপাতত যান চলাচল করতে পারছে না। সড়ক বিভাগ ও সেনাবাহিনী কাজ করছে। আশা করছি দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হবে। তবে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]