মানিকগঞ্জে বারসিক ও নাগরিক মঞ্চের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৮:২৭
মানিকগঞ্জে বারসিক ও নাগরিক মঞ্চের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘কৃষি জমি রক্ষা করি, খাদ্যে সার্বভৌমত্বের সংগ্রাম জোরদার করি’ এ স্লোগান নিয়ে মানিকগঞ্জে বেসরকারি সংস্থা বারসিক আয়োজিত নাগরিক মঞ্চের ব্যানারে কৃষি জমি সংকট, কারণ ও সমাধানের পথ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালা শেষে মানিকগঞ্জ কৃষি জমি সুরক্ষা কমিটি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করবেন বলে কর্মশালায় বক্তারা জানিয়েছেন।


বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জের বেউথা রোডের আরব ভবনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


নাগরিক মঞ্চের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে উন্নয়ন কর্মী মো. নজরুল ইসলামের পরিচালনায় কৃষি জমি সুরক্ষায় বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন- বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক জোটের সভাপতি শামসুল আলম, খান বাহাদুর কলেজের অধ্যক্ষ মীর মাকসুদুল আলম, অধ্যাপক আনিসুর রহমান, শ্যামল নিসর্গ সভাপতি মাহবুব সিদ্দিকী, কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার,আলোকিত মানিকগঞ্জের সভাপতি হাবিল উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক ,কমরেট দুলাল বিশ্বাস, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ,কৃষি উদ্যোক্তা মো. দেলোয়ার হোসেন ও কিষানি নেত্রী সেলিনা বেগম প্রমুখ।


কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেন।


কর্মশালা শেষে অ্যাডভোকেট দীপক কুমার ঘোষকে সভাপতি ও মুক্তিযোদ্ধা শামসুল আলমকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ কৃষি জমি সুরক্ষা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল কৃষি জমি রক্ষা ও সমাধানের উপায় এবং চায়না দুয়ারি জাল বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।


বিবার্তা/হাবিবুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com