নোয়াখালীতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ২০:৫৮
নোয়াখালীতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে লাঞ্ছিত করায় সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর কর্মরত সাংবাদিকেরা। বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী প্যানকেয়ার আইসিইউ হাসপাতাল অ্যান্ড নরমাল ডেলিভারি সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালীন সময়ে জেলা ম্যাজিষ্ট্রেটের সামনে সাংবাদিককে লাঞ্ছিত করায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


২৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি শাহ ওসমান সুজন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, ইউএনবি নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ ও যুগান্তরের প্রতিনিধি বোরহান উদ্দিন সবুজ প্রমুখ। এতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেয়।


মানববন্ধনে আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিক হেনান্তাকারীদের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেন সাংবাদিকেরা।


বিবার্তা/সবুজ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com