শিরোনাম
রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৮:২৬
রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে গিয়ে রাজিব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি ৩.৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই এলাকার মৃত কুদ্দুসের ছেলে। পেশায় তিনি সেলুন ব্যবসায়ী। রাজিবের আত্মহত্যার ব্যাপারে প্রতিবেশীরা জানান, রাজিব বাজি খেলায় আসক্ত ছিল। শুক্রবার বাংলাদেশ ও ইংল্যান্ড খেলায় বাজি খেলে হেরে যায়। এরপরের দিন সকাল সাড়ে ৯টার দিকে রাজিবের সেলুনে তার মা বাজারের টাকা চায়তে যায়।


রাজিব তার মাকে বলেন, বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই। রাজিবের মা চুনি বেগম রাজিবকে বলেন, সারাদিন আইপিএল জুয়ায় বাজি খেল্লে টাকা থাকবে কি করে। এ কথা বলা মাত্রই রাজিব তার হাতে থাকা মোবাইল ভেঙ্গে ফেলে। এর পরে বাসায় গিয়ে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়াও তার স্ত্রীকে নিয়েও ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানান, প্রতিবেশীরা। একমাস পূর্বে রাগারাগি করে মায়ের বাসায় চলে যায় তার স্ত্রী। এনিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন রাজিব।


এব্যাপারে তার মা চুনি বেগম জানান, আমার একমাত্র সন্তান। ৪ নম্বর গলিতে ছেলের একটি সেলুনের দোকান আছে। পাশাপাশি আমিও সেই সেলুনে ছোট্ট একটি দোকান দিয়েছি। সকালে বাসায় গিয়ে গলায় ফাঁস দিবে এমন কল্পনা আমার মনের মধ্যে আসেনি। তার দোকানে আসা দেরি দেখে বাসায় যায়। সেখানে জানালা দিয়ে দেখি তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।


পরে স্থানীয়রা দরজা ভেঙে রাজিবকে নিচে নামায়। একমাত্র সন্তানকে হারিয়ে চুনি বেগম প্রায় পাগল হয়ে পড়েছেন। এ ঘটনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, রাজিবের লাশ উদ্ধার করে রামেকে পাঠানো হয়। সেখানে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।


বিবার্তা/রানা/নয়ন/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com