
পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল সমর্থকদের উপর হামলায় ১০জন আহত হয়েছে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত ৯ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিগাছা গ্রামের মোছা. রোমেছা খাতুন, চাদ আলী মোল্লা, গোলাম রসুল, সাধু মোল্লা, মাধু মোল্লা, আজিজুল মোল্লা, জাদু মোল্লা, মফিজ উদ্দিন খান, নূরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদভা ইউনিয়ন রতিপুর থেকে নির্বাচনী প্রচারণা শেষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের সমর্থকেরা বাড়ি ফিরে বাসার পাশে মাচায় বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম সমর্থকেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়া আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম বলেন, আমার সমর্থকদের উপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, দেবোতার ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল এ নেতৃত্বে আমার কর্মীদের উপরি বরং হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিবার্তা/পলাশ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]