শিরোনাম
প্রকৌশলী আবুল হাসেমের মৃত্যুতে মেয়র তাপসের শোক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫
প্রকৌশলী আবুল হাসেমের মৃত্যুতে মেয়র তাপসের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর সার্কেল) মুন্সি মো. আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, মুন্সি আবুল হাসেম একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। করপোরেশনের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে কর্মরত থেকে তিনি যেমন নিজের কর্মকাণ্ডের প্রতি সজাগ ছিলেন, তেমনি সবসময়ই জনকল্যাণকেই প্রাধান্য দিয়েছেন। তার কর্মগুণেই তিনি আমাদের হৃদয়ে সমুজ্জ্বল থাকবেন।


শোকবার্তায় ঢাদসিক মেয়র প্রয়াত আবুল হাসেমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


প্রসঙ্গত, মুন্সি আবুল হাসেম দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স ছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আজ বাদ এশা বনানী বাজার সংলগ্ন জামে মসজিদে মুন্সি আবুল হাসেমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিজ জেলা কুমিল্লার দেবীদ্বারের গুনাইঘর গ্রামে তার লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে আরেকটি জানাযা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সানজিদা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com