নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪২
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু নির্বাচিত হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছে।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার এক অভিনন্দন বার্তায় বলেন, শাহাবুদ্দিন চপ্পুর মতো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ, সৎ, দেশপ্রেমিক বহুমাত্রিক প্রতিভার অধিকারী সৃজনশীল ও মুজিবাদার্শে বিশ্বাসী মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে দেশবাসীর সাথে আমরাও আনন্দিত। একজন দক্ষ সংগঠক ও গতিশীল নেতৃত্বের অধিকারী মানুষ হিসেবে তিনি রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে স্বীয় দায়িত্ব পালনে সফল হবেন বলে আমরা প্রত্যাশা করি।


দেশের মানুষের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বলে আমরা আশা করি।


অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com