শিরোনাম
যেসব মার্কিন প্রেসিডেন্ট বেশিদিন বাঁচেন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১২:৫৪
যেসব মার্কিন প্রেসিডেন্ট বেশিদিন বাঁচেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক গবেষণায় দেখা যায়, মাথায় ধূসর চুল ও মুখে বেশি বলিরেখা নিয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণ মার্কিনিদের চেয়ে বেশিদিন বাঁচেন। শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ এস জে ওলশানস্কি মার্কিন প্রেসিডেন্টদের আয়ুসংক্রান্ত গবেষণাটি করেছেন।


ক্ষমতায় আসার দুই বছরের মাথায়ই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চুল অনেক বেশি পেকে যায়, মুখে বলিরেখাও গভীর হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখান থেকেই প্রেসিডেন্টদের আয়ু নিয়ে গবেষণায় আগ্রহী হন ওলশানস্কি। জার্নাল অব আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে।


গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এমন ৩৪ জন প্রেসিডেন্টের মধ্যে ২৩ জনই প্রত্যাশিত সময়ের চেয়ে বেশিদিন জীবিত ছিলেন। গড়ে ৭৮ বছর বয়সে মারা গেছেন তারা। ধারণা করা হয়েছিল, তারা ৬৭ বছর পর্যন্ত বাঁচতে পারেন। সূত্র: নিউইয়র্ক টাইমস


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com