ছবিটা ভালো করে দেখুন তো! কী দেখছেন, ছয়টি সুন্দরী তরুণী সোফায় বসে আছে। সবার মুখেই স্মিত হাসি।
ছবিটি প্রথম দর্শনেই যে কারো ভালো লাগার কথা। কিন্তু এই সুন্দর ছবিটিই গত চারদিন ধরে ঝড় তুলে চলেছে টুইটারে। কারণ, ছবির ছয়টি মেয়ে দারুণ একটি চালাকি করে বসেছে। মেয়েদের পায়ের দিকে তাকালেই চালাকিটা ধরা পড়বে। আপনিও দেখুন, মেয়ে হলো ছয়টি আর তাদের পা গুণলে দেখা যাচ্ছে পাঁচ জোড়া। বলতে হবে, কোন মেয়েটি তার পা জোড়া লুকিয়ে রেখেছে।
টুইটারে ঝড়টাও এই নিয়ে। একজন বলছে, ও। আরেকজন বলছে, না।
পাঠক, আপনিও ঢুকে পড়তে পারেন ঝড়ো হাওয়ায়। চেষ্টা করে দেখতে পারেন খুঁজে বের করতে, কে সেই মেয়ে, যে তার পা দু'খানা লুকিয়ে রেখে এতো রহস্যের জন্ম দিয়েছে?
বিবার্তা/হুমায়ুন/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]