পটুয়াখালীর মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ৬৫০ গ্রাম ওজনের দুটি কালো পোয়া মাছ। স্থানীয় জেলেদের নিকট মাছটি ‘দাতিনা মাছ’ হিসেবে বেশি পরিচিত। মাছ দুটি মহিপুর বন্দরে ১ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিপুর মৎস্য বন্দরে প্রদীপ মাঝি নামের এক জেলে মাছ দুটি নিয়ে আসেন।
প্রদীপ মাঝি বলেন, সাগরের মোহনা সংলগ্ন ১৪ বাম এলাকায় জাল টানতেছিলাম, তখন অন্যান্য মাছের সঙ্গে এ ‘দাতিনা মাছ’ দুটি জালে উঠে আসে।
মাছটি সুস্বাদু এবং অনেক দামি উল্লেখ করে তিনি বলেন, সচরাচর এ মাছ তেমন একটা পাওয়া যায় না। এটা ভাগ্যের ব্যাপার। তবে কয়েক বছর আগে এ রকম আরও একটা বড় মাছ পেয়েছিলাম।
কুতুবদিয়া ফিসের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের জেলে প্রদীপ মাঝি মোহনা সংলগ্ন সাগরের মুখে এ মাছ দুটি পেয়েছেন। আমাদের আড়তে নিয়ে আসলে ডাকের মাধ্যমে সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১ লাখ ২৪ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন ভাই ভাই ফিসের মালিক সেলিম।
মাছ দুটি কিনে নেওয়া ভাই ভাই ফিসের স্বত্বাধিকারী সেলিম বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছগুলো পাঠাই। তাই মাছ দুটি লাভের আশায় প্রায় সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে কিনেছি। মাছটি ঢাকায় পাঠাবো। আশা করি ভালো দামে বিক্রি করতে পারবো।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ মাছ দুটি কালো পোয়া নামে পরিচিত। এদেরকে সামুদ্রিক স্বর্ণ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Protonibea diacanthus। ইংরেজি নাম ব্ল্যাকস্পটেড ক্রোকার (blackspotted croaker)। যা মূলত এর বায়ুথলি বা পটকার (Swim bladder/air bladder) জন্য। এটি মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাওয়া যায়। এ ছাড়াও মাছটি বাংলাদেশ উপকূলের সেন্টমার্টিন চ্যানেলে বেশি পাওয়া যায়। এ মাছটির বায়ুথলি সাধারণত ইউরোপের দেশসমূহসহ হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। এর বায়ুথলি থেকে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা ও আইসিনগ্লাস তৈরি করা হয়। এ মাছ সর্বোচ্চ ১.৫ মিটার লম্বা ও ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]