টয়লেটে ২ মিনিটের বেশি থাকলেই জরিমানা!
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৯
টয়লেটে ২ মিনিটের বেশি থাকলেই জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পছন্দ হোক আর না হোক প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানই কর্মীদের জন্য কিছু নিয়মনীতি তৈরি করে থাকে। সেই সেই নিয়মেই চলতে হয় কর্মীদের। তবে চীনা একটি প্রতিষ্ঠান কর্মীদের এমন এক কঠিন নিয়ম বেঁধে দিয়েছে যা মানা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার!
নির্দেশিকা জারি করেছে টয়লেট ব্যবহারে।


সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংডং প্রদেশে ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ কর্মীদের জন্য এ নির্দেশিকা দেয়া হয়েছে।


এতে বলা হয়েছে, দুই মিনিটের বেশি শৌচাগারে সময় কাটাতে পারবেন না কর্মীরা। পায়খানা হোক বা প্রস্রাব করতে যাওয়া হোক দুই মিনিটের বেশি সেখানে সময় কাটালেই জরিমান গুনতে হবে কর্মচারীদের।


কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীরা সকাল ৮টার আগে, সকাল ১০.৩০ থেকে ১০.৪০, দুপুর ১২টা থেকে ১.৩০, বিকেল ৩.৩০ থেকে ৩.৪০ এবং বিকেল ৫.৩০ থেকে ৬টা এই সময়ের মধ্যে শৌচাগার ব্যবহার করতে পারবেন। তবে যেসব কর্মচারীর নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে তারা হিউম্যান রিসোর্সের (এইআর) অনুমতি নিয়ে যেকোনো সময় যেতে পারেন।


কেউ এই নিয়ম ভাঙলে ১০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০০ টাকা) জরিমানা দিতে হবে। আগামী ১ মার্চ থেকে কর্মচারীদের জন্য এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।


এ প্রসঙ্গে কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কর্মক্ষেত্রের শৃঙ্খলা বজায় রাখা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সেইসঙ্গে নতুন এই পন্থা প্রাচীন চীনা চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির ওই নতুন শৌচাগার বিরতি নীতি ঘোষণা করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেয়া হয়েছে।


এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে গুয়াংডং ইয়ু ল ফার্মের আইনজীবী চেন শিক্সিং জানিয়েছেন, ‘এই নিয়ম শ্রমিকদের স্বাস্থ্যের ক্ষতি করে। সেইসঙ্গে শ্রম আইনকেও ভেঙে এটি তৈরি হয়েছে।’ তবে বিতর্ক স্বত্বেও এই নিয়ম আদৌ কোম্পানির তরফ থেকে বাতিল হবে কিনা তা এখন স্পষ্ট নয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com