
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি মোটর চুরি হয়।
২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকাও ফেরত দিয়েছেন তিনি।
ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ২০০৩ সালে আামাদের টি এন্ড টি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়। চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দিবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।
তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। তিনি নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলে। ভাই তখন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, চোর বাড়ির আশেপাশেই বসবাস করেন। তিনি এখন এ পথে নেই এবং সৎ পথে চলার চেষ্টা করেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]