
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলে গোপাল হালদারের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ।মাছটি ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে অদুরে জেলের জালে বাঘাইড় মাছটি ধরা পরে।
জেলে গোপাল হালদার বলেন, সকালে সহযোগিদের নিয়ে পদ্মায় জাল ফেলি। ঘন্টা খানিক পরে জাল ওঠালে বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে পায়।পরে মাছটি ৫ নং ফেরি ঘাটের উপরে আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ দেড় হাজার টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৫০০ টাকায় কিনে নেয়।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের কাছ থেকে পদ্মা নদীর ছোট-বড় বিভিন্ন মাছ কিনে আমি বিক্র করে থাকি। আজ গোপাল হালদারের কাছ থেকে দেড় হাজার টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৫০০ টাকায় কিনে,মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভে নারায়নগঞ্জের এক ব্যক্তির কাছে ৪৩ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেছি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]