
‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আরো ৫ জন নিবন্ধিত জেলের মাঝে বিনামূল্যে ২০টি ছাগল প্রদান করা হয়েছে।
বিকল্প আয় বর্ধকমূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব ছাগল প্রদান করা হয়। প্রতিজন জেলেকে দেওয়া হয় ৪টি করে ছাগল।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ছাগল প্রদান উদ্ভোধন করেন।
এ সময় মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার বিন গিয়াস ও মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারি বাবুল আবদুল গফুরসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ছাগল প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ২০ জন নিবন্ধিত জেলের মাঝে বিনামূল্যে মোট ৮০টি ছাগল প্রদান করা হয়েছে। শুষ্ক মৌসুমে প্রাকৃতিক জলাশয়ের উপর নির্ভরশীলতা কমিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে জেলেদেরকে স্বাবলম্বী করতে ধাপে ধাপে এসব ছাগল প্রদান করা হচ্ছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]