শিরোনাম
বিভিন্ন দেশের নামকরণের পেছনের কথা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ০৯:৩২
বিভিন্ন দেশের নামকরণের পেছনের কথা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়া: শব্দটির আভিধানিক অর্থ হলো এশিয়ার দক্ষিণাঞ্চল। এই মহাদেশটি এশিয়ার দক্ষিণে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে অস্ট্রেলিয়া।


ওয়েস্ট ইন্ডিজ: কলম্বাস যখন ভারত অভিযানে বের হলেন, তখন তিনি পশ্চিম দিকে নৌ-চালনা করে প্রথমে ওয়েস্ট ইন্ডিজের ভূখণ্ডে এসে পৌঁছান। কলম্বাসের ধারণা হয়েছিল, তিনি হয়তো ভারতের পশ্চিমের কোনো দ্বীপে এসে পড়েছেন। তার এই ভুল ধারণাকে মেনে নিয়েই মেক্সিকো উপসাগরে অবস্থিত এই দ্বীপটির নামকরণ করা হয় পশ্চিম ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ।


নিউজিল্যান্ড: ওলন্দাজ নাবিক তাসমান ১৬৪৬ সালে অস্ট্রেলিয়া মহাদেশের এই দ্বীপটি আবিষ্কার করেন। এরপর তিনি নিজ দেশ নেদারল্যান্ডসের একটি প্রদেশ জিল্যান্ডের নামানুসারে এই ভূখণ্ডের নাম নিউজিল্যান্ড রাখেন।


ফিলিপাইন: স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নামানুসারে এশিয়ার এই দেশটির নাম রাখা হয়েছে ফিলিপাইন। উল্লেখ্য, ১৫২১ সাল হতে ১৮৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩ শতক ফিলিপাইন স্পেনের উপনিবেশ ছিল।


ভারত বা ইন্ডিয়া: ভারতের স্বদেশী নাম ভারত এবং পশ্চিমা নাম ইন্ডিয়া। এই দুই নামকরণের পেছনেই গল্প রয়েছে। ভারত নামটি রাখা হয়েছে চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভরতের নামানুসারে। কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটি রাজা ভরতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। অন্যদিকে ইংরেজি ইন্ডিয়া (india) শব্দটি এসেছে সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। এছাড়াও প্রাচীন গ্রিকরা ভারতীয়দের ইন্দোই অর্থাৎ, ইন্দাস (সিন্ধু) নদী অববাহিকার অধিবাসী নামে অভিহিত করতেন।


ফ্রান্স: এই ভূখণ্ডে বসবাস করতো ফাংক নামক এক প্রাচীন গোত্র। সে গোত্রের নামানুসারেই এই ভূখণ্ডের নামকরণ করা হয়েছে ফ্রান্স।


বেলজিয়াম: বেলজিয়ামের নামকরণও হয়েছে সে দেশে বসবাসকারী এক প্রাচীন গোত্রের নামানুসারে। এই গোত্রটির নাম ছিল বেলজা।


মেক্সিকো: কনকাকাফ অঞ্চলের দেশ মেক্সিকোর নামকরণ করা হয়েছে প্রাচীনকালে এই দেশে বসবাসকারী আজিকাস সম্প্রদায়ের রণদেবতার নাম মেক্সিটি অনুসারে।


গ্রিনল্যান্ড: এই দ্বীপের সৈকতে সবুজ পাতাবিশিষ্ট এক জাতের ছোট ছোট গাছ প্রচুর পরিমাণে জন্মায়। এই গাছের সবুজ পাতার সঙ্গে মিলিয়েই দ্বীপটির নামকরণ করা হয়েছে গ্রিনল্যান্ড।


আমেরিকা: ১৪৯৭ সালে আমেরিগো ভেসপুচি নামের একজন নাবিক আমেরিকা মহাদেশে অবতরণ করে এই মহাদেশের বহু অঞ্চল আবিষ্কার করেন। তার নামানুসারেই মহাদেশটির নামকরণ করা হয় আমেরিকা।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com