শিরোনাম
করপোরেট কিস!
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ২০:৪৫
করপোরেট কিস!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করপোরেট কালচার, করপোরেট কেতা... এমন বেশ কিছু শব্দ হর-হামেশাই শোনা যায়। তাই বলে করপোরেট কিস! আগামীতে হয়তো এমন কোনো শব্দের প্রচলন ঘটতে পারে। চীনের একটি সংস্থার কর্তাব্যক্তির আচরণে এমনটাই ভাবছেন অনেকে।


ওই সংস্থার বসকে হররোজ নিয়ম করে চুম্বন করতে হয় প্রতিষ্ঠানটির নারী কর্মীদের। অদ্ভুত শোনা গেলেও বিষয়টি কিন্তু সত্য।


বেজিংয়ের টোংঝোউ জেলার ওই হোম ব্রিউয়ারি মেশিন বিক্রেতা সংস্থার প্রত্যেক মহিলা কর্মচারী প্রতিদিন তাঁদের বস‌্‌কে একটি করে চুমু খাবেন। তাও কোনো দায়সারা চুমু নয়। রীতিমতো ওষ্ঠচুম্বনই করতে হবে।


জানা যায়, কোম্পানির মালিক বিশ্বাস করেন, চুম্বনই একমাত্র ব্যাপার, যা মানুষে-মানুষে বন্ধনকে আরও দৃঢ় করে। তাই কর্পোরেট সংস্কৃতির অঙ্গ করে তোলা হয়েছে চুম্বনকে।


এই সংস্থায় মহিলা কর্মীদের সংখ্যাই বেশি। তাঁরা সবাই যে এই নিয়মকে ভালোভাবে নিয়েছে, তা কিন্তু নয়। অনেকে চাকরি ছেড়ে চলেও গেছে। কিন্তু তাতে কী! যারা আছেন, তারা এ নিয়ম মেনেই কাজ করছেন সেখানে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com