শিরোনাম
‘বেবি বিয়ার’
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ২৩:২২
‘বেবি বিয়ার’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‌চুলের বাহার বলে একটি কথা আছে। নানা রকম যত্ন-আত্তিতে কেশবিন্যাসের প্রশংসা অনেকেই শোনেন। তাই বলে জন্মসূত্রে চুলের এমন বাহার দুর্লভই বটেন!


আর ওর চুল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সুযোগ পেলে সবাই একটু ঘাটাঘাটি করতে চায়। ওকে ‘বেবি বিয়ার’ বলে ডাকে। মাঝে-মধ্যে বেজায় বিরক্ত হলেও ক্যাঁওম্যাও করা ছাড়া আর কিছুই করতে পারে না সে। কারণ ওর বয়স মাত্র ২ মাস।


যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা ৩২ বছরের চেলসি নুন তিন সন্তানের জননী। তাঁর কনিষ্ঠ সন্তান জুনিয়র কক্স-নুন ভূমিষ্ঠই হয় এক বিচিত্রদর্শন চুল নিয়ে। তার মাথা ভর্তি ঘন সোনালি চুল, সবটাই খাড়া। হঠাৎ দেখলে মনে হবে, পার্লারে গিয়ে দস্তুরমতো কসরৎ করা হয়েছে চুলে।


এহেন অস্বাভাবিক কাণ্ড দেখে চেলসি ভয় পেয়ে যান। ডাক্তাররা তাঁকে জানান, কয়েকদিনের মধ্যেই এই চুল পড়ে যাবে। কিন্তু তার পরে ৯ সপ্তাহ অতিক্রান্ত। চুল পড়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তার উপরে সে চুলের বাড়বৃদ্ধিও সাংঘাতিক। সবথেকে বিরক্তিকর ব্যাপার, বেবি কক্সের চুল দেখে তাতে হাত বোলানোর লোভ সামলাতে পারেন না বেশিরভাগ মানুষ।


বার বার চুলে হাত দেওয়াতে যারপরনাই বিব্রত বোধ করে কক্স। তবে মাঝে মাঝে যে তার এই চুল-সংক্রান্ত বিড়ম্বনাকে সে এনজয় করে না, তা-ও ঠিক নয়। মিচকে হাসি দিয়ে সেটা সে বুঝিয়েও দেয়।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com