শিরোনাম
বিদেশে ভুলেও করবেন না এই কাজগুলো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৪
বিদেশে ভুলেও করবেন না এই কাজগুলো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলায় প্রচলিত এক সংস্কৃত প্রবচনে বলা হয় ‘যস্মিন দেশে যদাচার’। অর্থাৎ যে দেশের যে রীতি, সে দেশে বেড়াতে গেলে তেমন রীতি মেনেই চলা উচিত। নইলে অনর্থ ঘটে যেতে পারে মুহূর্তেই।


গালিভার গ্লোবলিঙ্ক নামের এক ইউজার তার ভ্রমণের বিভিন্ন সময়ে দেখেন, ট্যুরিস্টরা বেড়াতে গেলে সেসব দেশের রীতিনীতি না জানার কারণে বিভিন্ন ভুল করে ফেলেন যাতে কষ্ট পান অথবা অপমানিত হন স্থানীয়রা।


যেমন ইউরোপিয়ানরা টিপস দিতে এতোই অভ্যস্ত যে তারা জাপানে গিয়েও টিপস দেন। অথচ সে দেশে টিপস দেয়ার ব্যাপারটি রীতিমত অপমানজনক। আবার ইউক্রেনে গিয়ে তারা স্থানীয়দের ফুল উপহার দেন না গুনেই। তারা খেয়াল করেন না যে জোড় সংখ্যক ফুল শুধুমাত্র কবরস্থানে নিয়ে যাওয়ার কথা! এসব কারণে তিনি ১৮টি দেশের এমন রীতি সংগ্রহ করেছেন, যা আমাদের কাছে অভ্যাস হলেও সেসব দেশের মানুষের জন্য রীতিমত অপমানজনক।


● ফ্রান্স: টাকাপয়সা নিয়ে কথা বলবেন না।


● ইউক্রেন: জোড় সংখ্যক ফুল কাউকে উপহার দেবেন না।


● নিউজিল্যান্ড: অযথা গাড়ির হর্ন বাজাবেন না।


● ইন্ডিয়া: জনসমক্ষে বিপরীত লিঙ্গের মানুষকে স্পর্শ করবেন না।


● জাপান: রেস্টুরেন্টে খাবার পর টিপস দেবেন না


● মেক্সিকো- স্থানীয় মানুষের ঠাট্টাতামাশায় মেজাজ খারাপ করবেন না।


● তুরস্ক: আঙ্গুলে ‘ওকে’ চিহ্ন দেখাবেন না।


● ইংল্যান্ড: কারো বেতন কতো তা নিয়ে প্রশ্ন করবেন না।


● আয়ারল্যান্ড: আইরিশ উচ্চারণ নকল করার চেষ্টা করবেন না।


● জার্মানি: জন্মদিনের আগেই জন্মদিনের উইশ করবেন না।


● কেনিয়া: পরিচিত হবার আগে কাউকে নাম ধরে ডাকবেন না।


● চিলি: খালি হাতে খাবেন না।


● সিঙ্গাপুর: পাবলিক বাস বা এমন যানবাহনে খাবার খাবেন না


● আমেরিকা: টিপস দিতে ভুলবেন না।


● ইটালি: রেস্টুরেন্টে ক্যাপুচিনো অর্ডার করবেন না।


● নরওয়ে: কেউ চার্চে যায় কিনা তা নিয়ে প্রশ্ন করবেন না।


● হাঙ্গেরি: পান করার সময়ে গ্লাসে গ্লাসে টোকা দিয়ে টোস্ট করবেন না।


● চীন: উপহার হিসেবে ছাতা বা ঘড়ি দেবেন না।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com