
আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে ছিল ভারত। এবার ইংল্যান্ডে বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট জিতে দারুণ এক সুখবর পেল ভারতীয় ক্রিকেট দল।
সদ্য শেষ হওয়া সাদা পোশাকের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছেন ভারত। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে গতকাল বেন স্টোকসের দলকে ইনিংস এবং ৬৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
ধর্মশালা টেস্টের পর এই সংস্করণের র্যাংকিং হালনাদাগ করেছে আইসিসি। যেখানে অবধারিতভাবেই র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে এশিয়ান জায়ান্টরা। এর মাধ্যমে বর্তমানে তিন ফরম্যাটের র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে তারা।
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা ভারতের রেটিং পয়েন্ট ১২২। রোহিতের দলের উন্নতিতে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৭। তিন নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১১।
খুব দ্রুতই টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে পারে ভারত। চলমান স্ট্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে প্যাট কামিন্সের দল। তাতেই দুইয়ে নেমে যাবে ভারত।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]