জরুরি সভা ডেকেছে বিসিবি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১৫:৩৫
জরুরি সভা ডেকেছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (শনিবার) দুপুর ১২টার দিকে শুরু হবে এ সভা।


৮ মার্চ, শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।


শনিবার (৯ মার্চ) বিসিবির এ জরুরি সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।


এ সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এ সভা।


২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এ বার্ষিকসভা। আগামীকাল বোর্ডসভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।


জিএম ছাড়াও পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে। এর বাইরে ২-১টি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বোর্ড সভায়। সভা শেষ করে পরিচালকরা বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি দেখতে সিলেট আসার কথা রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com