
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়াই এবারের টি টুয়েন্টি খেলা হচ্ছে, তাই অনেক চ্যালেঞ্জ নিয়েই অন্য খেলোয়াররা খেলছে। আশা করা হচ্ছে এবারের টি টুয়েন্টি সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে আমাদের বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
৭ মার্চ, বৃহস্পতিবার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রী এসময় আরও বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে সাকিব ও তামিমের মত কোন খেলোয়াড় তৈরি হয়নি। তবে জুনিয়র ও সিনিয়ররা মিলেমিশে ভালো ভাবে খেললে যেকোনো খেলায় জেতা সম্ভব বলে বলেও তিনি।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]