ডিপিএল শুরুর তারিখ পেছাল
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৪:০০
ডিপিএল শুরুর তারিখ পেছাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি লড়ছে, তখন বাজছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দামামা। ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটের দেশসেরা এই আসরে এবার নেই বিদেশি খেলোয়াড়। তাই আকর্ষণ বলতে দেশের তারকা ক্রিকেটাররাই অথচ ডিপিএলের সঙ্গে সূচিতে সংঘর্ষ বেঁধেছিল লঙ্কা সিরিজের। অন্তত টি-টোয়েন্টিতে খেলা ক্রিকেটারদের দলে পেতে ডিপিএলের দিনক্ষণ পেছানোর কথা বলছিল দলগুলো। অবশেষে তাই হতে হচ্ছে।


আগামী ৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল ডিপিএলের প্রথম রাউন্ডের খেলা। একই দিনে সিলেটে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের পেতে ডিপিএল শুরুর তারিখ পিছিয়েছে সিসিডিএম। দুইদিন পিছিয়ে আগামী ১১ মার্চ শুরু হবে ডিপিএল।


ঢাকার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ চারটি ভেন্যুতে হবে এবারের ডিপিএল। বাকি ভেন্যুগুলো হলো- ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর মাঠ।


১২ দলের এই টুর্নামেন্টে প্রথম দিনই মাঠে নামবে ছয়টি দল। দিনের তিনটি ম্যাচের প্রথমটিতে মিরপুরে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। একই দিনে ফতুল্লায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মুখোমুখি হবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির। দিনের তৃতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।


এরপর ১২ মার্চ দ্বিতীয় দিনে আরও ছয় দল মাঠে নামবে। এদিন মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। বাকি দুই ম্যাচের ভেনুই হিসেবে থাকছে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ। তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ হিসেবে নামবে রূপগঞ্জ টাইগার্স। দিনের শেষ ম্যাচে চার নম্বর গ্রাউন্ডে মোহামেডান মুখোমুখি হবে সিটি ক্লাবের।


ডিপিএলে একসময় বিশ্বের বাঘা বাঘা তারকারা মাঠ মাতালেও এবারের আসরে থাকছে না কোনো বিদেশি খেলোয়াড়। মূলত চলমান ডলার সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হলেও সিসিডিএমের দাবি, তরুণ প্রতিভাদের খেলার সুযোগ বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com