চতুর্থ জয় নিয়ে সেমির দৌঁড়ে এগিয়ে গেল আফগানিস্তান
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ২১:২১
চতুর্থ জয় নিয়ে সেমির দৌঁড়ে এগিয়ে গেল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেল আফগানিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে এসেছে আফগানরা। নিজেদের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে।


সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আফগানদের জন্য ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এর আগে ৬ ম্যাচের তিনটিতে জিতে হাশমতউল্লাহ শহিদীর দল। ডাচদের সঙ্গে ম্যাচ শেষে তারা সেই সংখ্যা ৪-এ নিয়ে গেল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি দল সেমিতে ওঠার সুযোগ রয়েছে। এই ম্যাচ জয় সেমির পথে অনেকটাই এগিয়ে দিয়েছে রশিদ-মুজিবদের। এরপর তাদের সামনে আরও দুটি ম্যাচ রয়েছে।


নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের ছোট লক্ষ্য তাড়ায় তেমন বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। যদিও শুরুর দিকে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভিন্ন আভাসই দিয়েছিল ডাচরা। এর পরের গল্পটা রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদীর লেখা। দুজনের ব্যক্তিগত অর্ধশতকে আফগানিস্তান ৭ উইকেটের বড় জয় পেয়েছে।


এর আগে ব্যাট করতে নামা ডাচদের প্রথম আঘাত করেন স্পিনার মুজিব-উর-রহমান। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপনোর ওয়েসলি বারেসির উইকেট তুলে নেন। এর মাধ্যমে ওয়ানডে ক্যারয়িাররে শততম উইকেটে তুলে নেন মুজিব। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ডাচরা।


ম্যাক্স ওডাউড ও কলিন অ্যাকারম্যান গড়েন ৭০ রানের জুটি। দাউদের রান আউটে জুটি ভাঙার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ডাচদের ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৭৩ থেকে ১১৩ রানে ৬ উইকেট। যার মধ্যে চারটি রান আউট।দলটির হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪০ বলে ৪২ রান করেন ম্যাক্স ওডাউড।


আফগানিস্তানের হয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন স্পিনার নবি। দলে ফেরা আরেক স্পিনার নূর ৩১ রানে ২ উইকেট নিয়ে ডাচদের ৪৬.৩ ওভারে ১৭৯ রানে সাজঘরে ফেরান আফগানরা।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com