
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিং এ পাঠায় টাইগার অধিনায়ক শান্ত।
এদিন ব্যাটিং এ নেমে বিপর্যস্ত হয়ে পড়ে জিম্বাবুয়ে। টাইগার বোলারদের দাপটে অল্পতেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল জিম্বাবুয়ের। স্কোরবোর্ডে ৪১ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা।
তবে সেই শঙ্কা রীতিমতো দুঃস্বপ্নে রূপ দিয়েছে রোডেশিয়ানদের লোয়ার-অর্ডার। অষ্টম উইকেটে মাসাকাদজা ও মাদান্দের অবিচ্ছিন্ন জুটিতে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। বাংলাদেশের সামনে এখন ১২৫ রানের লক্ষ্য।
স্বাগতিক বোলারদের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদী।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]