ভালোবাসায় মোস্তাফিজকে বিদায় জানালেন ধোনি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৭:৩৭
ভালোবাসায় মোস্তাফিজকে বিদায় জানালেন ধোনি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেক ক্রিকেটারের কাছেই অনুপ্রেরণার নাম মহেন্দ্র সিং ধোনি। ব্যতিক্রম নয় মোস্তাফিজুর রহমানের কাছেও। আইপিএলে এবার ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়েই খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। যদিও জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনে মাঝপথেই আইপিএলকে বিদায় জানাতে হয় তাকে।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকা পা রাখেন তিনি। তবে দেশে ফিরলেও চেন্নাই সুপার কিংসে কাটানো সময়গুলো যেন ভুলতে পারছেন না কাটার মাস্টার। তাই তো এবার সিএসকে'কে নিয়ে নতুন পোস্ট ফিজের।


৩ মে, শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন মোস্তাফিজ। যেখানে তাকে দেখা গেছে চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়িয়ে থাকতে। দুজনের হাতে একটি জার্সি। মূলত, ধোনি তার ব্যক্তিগত জার্সি সই করে উপহার দিয়েছেন ফিজকে। যেখানে লেখা ছিল, ‘উইথ লাভ টু ফিজ (মোস্তাফিজের প্রতি ভালোবাসা)’।


সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন মোস্তাফিজ। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির কাছ থেকে উপহার পাওয়া এই জার্সির ছবিটি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়াটা ছিল বিশেষ এক অনুভূতি। সবসময় আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ, আমি সেগুলো মনে রাখব।


পরের মৌসুমেও ধোনির সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করে ফিজ লেখেন, খুব শিগগিরই আবারও আপনার সঙ্গে দেখা এবং খেলার জন্য মুখিয়ে আছি।


বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী, গত ১ মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার বিদায় নিয়ে আগেই মন খারাপের কথা জানিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ব্যাটিং কোচ মাইক হাসি।


এবারের আসরে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না ধোনি। যদিও উইকেটের পেছন থেকে ঠিকই দিকনির্দেশনা দিয়েছেন মোস্তাফিজকে। তাই বাঁহাতি এই পেসারের সফলতার পেছনে তার অবদান অনস্বীকার্য। সেই কৃতাজ্ঞতাই ফেসবুকের মাধ্যমে জ্ঞাপন করলেন মোস্তাফিজ।


উল্লেখ্য, এবারের আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ওপরের দিকেই ছিলেন মোস্তাফিজ। গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com