
দিনাজপুরের হিলিতে ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যাকারীর ৯ ঘণ্টা পরে নাম ও পরিচয় শনাক্ত করেছে থানা পুলিশ।
৩ মে, শুক্রবার দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর সড়কের ধরন্দা (ফকিরপাড়া) নামকস্থানে আত্মহত্যাকারী রাস্তার পাশে বসে ছিলেন। হঠাৎ ট্রাকের পিছনের চাকায় নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।
পরে থানা পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ফিংঙ্গার প্রিন্ট মাধ্যমে নাম ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।
আত্মহত্যাকারী ব্যক্তি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে আহম্মেদ আলী (৭১) বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সাজু মিয়া।
হিলির ধরন্দা এলাকার স্থানীয়রা জানান, জুম্মার নামাজ শেষে বাড়িতে আসার সময় দেখতে পাই একটি লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে ট্রাকের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে হাকিমপুর থানার এসআই সুজা মিয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মৃতদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ফিংঙ্গার প্রিন্টের মাধ্যমে জানতে পারি যে, আত্মহত্যাকারী বৃদ্ধা জয়পুরহাট জেলার কালাই উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আহম্মেদ আলী (৭১)।
আমরা ওই এলাকার একটি সিসি টিভির ফুটেজে দেখতে পেয়েছি তিনি ওই স্থানে বসেছিলেন। বিরামপুরের দিক হতে হিলির দিকে আসা একটি ট্রাকের সামনের চাকা পার হয়ে গেলে সে পিছনের চাকার নিচে নিজেই মাথা ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহের পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
বিবার্তা/রববানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]