৫ বছর পর মাঠে নেমে শতরান তুলে নিলেন সাকিব
প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৭:৪৯
৫ বছর পর মাঠে নেমে শতরান তুলে নিলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেই মাঠে নেমেছেন সাকিব আল হাসান। আর মাঠে নেমেই চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ঝড়ো তুলে নিলেন শতরান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাত্র ৭৩ বলে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান এই তারকা অলরাউন্ডার। আন্তর্জাতিক বা ঘরোয়া যে কোনো পর্যায়ে ২০১৯ সালের পর প্রথমবার সেঞ্চুরি করলেন সাকিব। গত ম্যাচে ৪৯ রান করার পরে আজ পেলেন শতরান।


৩ মে, শুক্রবার বিকেএসপিএর ৪ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয় শেখ জামাল। যেখানে টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী।


শেখ জামালের হয়ে পাঁচে নামা সাকিব এদিন পঞ্চাশে পৌঁছান ৪৩তম বলে। পরের পঞ্চাশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে তুলে নেন ৩০ বলে। ৭৩ বলে সেঞ্চুরি করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৭৯ বলে ১০৭ রানে আব্দুল গাফ্ফার সাকলাইনের বলে আউট হন। বাঁহাতি তারকার ইনিংসে ছিল ৯টি চার ও ৭টি ছক্কা। ৫০ ওভারের ফরম্যাটে প্রায় ৫ বছর ধরে সেঞ্চুরি ছিল না। বিশ্বকাপের আগে সেই আক্ষেপ মিটল।


সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন এ বাঁহাতি অলরাউন্ডার। এরপর আর তিন অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি। এবার লিস্ট 'এ' ক্রিকেটে এসে সেঞ্চুরি তুললেন সাকিব। লিস্ট 'এ' ক্রিকেটে এটি সাকিবের দশ নম্বর সেঞ্চুরি। তবে ওয়ানডের ৯ সেঞ্চুরি বাদ দিলে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই প্রথম। যে কোনো সংস্করণে সাকিবের সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টনটনে।


সাকিবের সেঞ্চুরির দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফজলে মাহমুদ রাব্বি ৪৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আর ইয়াসির আলী ৫১ বলে ৭১ রান করেন।


সাকিব পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে। ছুটি শেষে ডিপিএল মাঠে ফিরলেও এতদিন সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। গত ২৮ এপ্রিল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন টাইগার এ অলরাউন্ডার। দেশে ফিরেই সোজা যান নিজ এলাকা মাগুরাতে, ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য তিনি। তাই এলাকার নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব। এই ব্যস্ততা শেষে মাঠে ফিরে করলেন শতরান!


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com