
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
৩ মে, শুক্রবার ফিলিস্তিনি নারীদের এই দুর্ভোগের কথা জানিয়েছে দেশটির শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো নারীরা প্রয়োজনীয় পুষ্টি বা স্যানিটেশন পাচ্ছেন না। বর্তমানে এদের মধ্যে প্রায় এক লাখ ৫৫ হাজার নারী চরম দুর্ভোগে আছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নারীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ইউএনআরডব্লিউএ। সেই চিত্রে দেখা গেছে, ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ হাজার ফিলিস্তিনি নারী।
ইউএনআরডব্লিউএ’র মতে, নিহতদের মধ্যে অনেকেই মা। এর মানে, গড়ে প্রতিদিন ৩৭ জন শিশু তাদের মা হারাচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]