
পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে প্রথমে সফরকারী জিম্বাবুয়ে দলকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটেছে জিম্বাবুয়ের। ৭ ওভারে মাত্র ৩৯ রান করতে ৬টি উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশের মাহেদি হাসান ও তাসকিন আহমেদ ২টি করে এবং সাইফউদ্দিন ১টি উইকেট লাভ করেন।
দীর্ঘ ১৮ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেই উজ্জ্বল এই তারকা। প্রথম ওভারেই নিয়েছেন উইকেট। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ দেখাচ্ছেন শেখ মেহেদী হাসান। তাদের বোলিং তোপে রীতিমতো কাঁপছে রোডেশিয়ানরা।
৩ মে, শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এটা দুই দলের একুশতম ম্যাচ। একই মাঠে আরও দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। এরপর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১০ ও ১২ মে।
সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচে শরিফুল ইসলামের করা প্রথম ওভারে ৮ রান নিলেও দ্বিতীয় ওভারেই মেহেদীর বলে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। কোনো রান না করেই ফেরেন ক্রেইগ আরভিন। শরিফুলের করা তৃতীয় ওভারে দারুণ ব্যাট চালান ব্রায়ান বেনেট। ৩ চারে তুলে নেন ১৩ রান।
চতুর্থ ওভারে কোনো উইকেট না হারালেও সাইফউদ্দিনের করা পঞ্চম ওভারে দলীয় দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। জেরল্ড গাম্বিকে তাসকিন আহমেদের ক্যাচ বানান সাইফউদ্দিন। পরের ওভারে জিম্বাবুয়ে শিবিরে চূড়ান্ত আঘাত হানেন মেহেদী। প্রথম দুই বলেই ফেরান বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজাকে। এর মধ্যে একজন ফেরেন রানআউট হয়ে।
তাসকিন আহমেদের করা পরের ওভারের প্রথম দুই বলে আরও ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ও রায়ার্ন বার্লকে হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। পরে অষ্টম ওভারের চতুর্থ বলে লুক জংওয়েকেও ফেরান সাইফউদ্দিন।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। ওয়ানডেতে এর আগে ১৫টি ম্যাচ খেললেও বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টিতে অভিষেক হলো তার। টসের আগে তার মাথায় টি-টোয়েন্টি অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। এই আসরে অংশ নেওয়ার আগে নিজেদের ঝালাই করে নিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চট্টগ্রামের তিন ম্যাচ খেলবেন না। তবে মিরপুরে শেষ দুই ম্যাচে তিনি অংশ নিবেন। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজও দেশে ফিরেছেন। প্রথম ম্যাচে তিনি অবশ্য খেলছেন না।
উল্লেখ্য, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে এরআগে টি- টোয়েন্টি ম্যাচ হয়েছে ২০টি। এরমধ্যে বাংলাদেশ ১৩টিতে এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]