ভারতের বিপক্ষে সাকিবকে নিয়ে শঙ্কা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:৫০
ভারতের বিপক্ষে সাকিবকে নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সেই চোটের কারণে ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছিল হাসপাতালে। স্ক্যান করানোর পর সাকিবের পেশিতে চিড় ধরা পড়েছে।


বিশ্বকাপে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই হয়ত ভারতের বিপক্ষে খেলতে নামতে হতে পারে টিম টাইগার্সদের। এমনটাই আভাস দিয়ে রাখলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। যদিও খেলতে চান চোটাক্রান্ত সাকিব।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিস্তারিত কিছু জানায়নি। অবশেষে ১৬ অক্টোবর, সোমবার ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অধিনায়ক সাকিবের ইনজুরির সর্বশেষ তথ্য জানান।


টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে এখনো। তাই পরবর্তী ম্যাচ খেলে সাকিব পুরো টুর্নামেন্ট মিস করার চেয়ে সাকিবের জন্য এক ম্যাচ বিশ্রামে থাকা উচিত বলে মনে করেন সুজন। ডাক্তার-ফিজিওদের রিপোর্টের উপর নির্ভর করছে সাকিব পরের ম্যাচ খেলছে কিনা। রিপোর্টে যদি এমন কিছু আসে যে সাকিব ছাড়া খেলতে হবে বাংলাদেশকে, তবে সেই প্রস্তুতিই নিয়ে রাখছে বাংলাদেশ।


যেহেতু মাংসপেশি ছিঁড়ে যাওয়ার ব্যাপার। ঝুঁকির একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তবে এখন ব্যথা অনেকটাই কমেছে। আজ সুইমিং ছিল, সেখানে কিছু কাজও ছিল। সবকিছুতেই ছিলেন সাকিব। আগামীকাল শরীরের উপরিভাগ নিয়ে জিম করবেন তিনি এবং মাঠে ব্যাটিং অনুশীলনের সময় সাকিবকে পর্যবেক্ষণে রাখা হবে। অনুশীলন শেষে স্ক্যান করানোর পর নিশ্চিতভাবে জানা যাবে সাকিবকে পরের ম্যাচে পাওয়া যাচ্ছে কিনা।


বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। তাই সাকিবের না খেলা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এছাড়া দলের খেলোয়াড়দের অফফর্মে টিম ম্যানেজমেন্টের মাথায় চিন্তার ভাঁজ। তার উপর সাকিব যদি না খেলে নতুন অধিনায়ক নিয়ে ভাবতে হবে এখন থেকেই।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com