মুস্তাফিজের প্রশংসায় চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং
প্রকাশ : ০১ মে ২০২৪, ১৫:৫৫
মুস্তাফিজের প্রশংসায় চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম মৌসুমেই সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। এটাই আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে সেরা মৌসুম। আর কয়েক ম্যাচে সুযোগ পেলে মুস্তাফিজ নিজেকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেতেন।


এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অন্যতম সেরা মৌসুম কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখনও পর্যন্ত আইপিএলের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার। পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের ম্যাচটি খেলেই চেন্নাইয়ের ডেরা ছাড়বেন মুস্তাফিজ।


চলমান আইপিএলে আর মাত্র একটি ম্যাচ খেলবেন মোস্তাফিজুর রহমান। আজ বুধবার ঘরের মাঠ চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামে রাত ৮টায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই। স্বাভাবিকভাবেই এই ম্যাচের একাদশেও মোস্তাফিজের থাকাটা অনেকটাই নিশ্চিত। নাহলে জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেলদের সঙ্গে দারুণ টক্কর দিতে পারতেন মুস্তাফিজ।


তবে এই ম্যাচ শেষেই দেশের পথে রওয়ানা হবে মোস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তাকে দেওয়া বিসিবির অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। নিজের শেষ ম্যাচ খেলতে নামা এই বাঁহাতি পেসারের প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।


পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, মুস্তাফিজের পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং। এই কন্ডিশনে সে দুর্দান্ত, বিশেষ করে স্লো উইকেটে। সে দারুণ ফর্মে আছে। সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।


এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সবশেষ ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ। সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে। ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। ৮ ম্যাচ শেষে তার ঝুলিতে এখন ১৪ উইকেট। যা জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।


যদিও মোস্তাফিজের জন্য ওই ম্যাচটিতে বল করাটা সহজ ছিল না। কেননা দ্বিতীয় ইনিংসে ছিল শিশিরের প্রভাব। যেভাবে বল গ্রিপ করাতে চেয়েছিলেন বোলাররা, সেভাবে ফেলতে পারেননি। এমন পরিস্থিতিতে ডেথ ওভারসহ সবমিলিয়ে ফিজের বোলিংয়ে মুগ্ধ চেন্নাই কোচ ফ্লেমিং।


টাইগার পেসারকে নিয়ে ফ্লেমিং বলেন, ‘এমন কন্ডিশনেও মুস্তাফিজ অসাধারণ করেছে, যদিও এই পরিস্থিতি তার বোলিংয়ের সঙ্গে খাপ খাচ্ছিল না। এ উইকেটগুলোতে প্রচুর পেস থাকে এবং শিশিরও জমে যায়। তবুও এমন অবস্থায় তার মানিয়ে নেওয়াটা ছিল দুর্দান্ত। আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে। সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল।’


এদিকে শুরুর মতো নিজের শেষটাও দারুণ পারফরম্যান্স দিয়ে শেষ করতে চান মোস্তাফিজ। দলের জন্যও জয়টা বেশ গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে বড় ব্যবধানে জেতায় চেন্নাই পয়েন্ট টেবিলের তিনে ওঠে এসেছিল। কিন্তু গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে সেই স্থান দখলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।


আইপিএলে ৯ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেন্নাই। তাদের পরের অবস্থানে থাকা হায়দরবাদ এবং দিল্লিও জিতেছে সমান সংখ্যক ম্যাচ। ফলে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি এড়াতে রুতুরাজ গায়কোয়াড়দের সামনে জয়ের কোনো বিকল্প নেই। আইপিএলের প্লে-অফ খেলতে হলে যে তাদের সেরা চারে থাকতেই হবে।


আগেই জানা গেছে চেন্নাই সুপার কিংসের এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই ম্যাচ খেলেই শেষ হয়েছে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৩-৪ উইকেট নেয়া বেশ কঠিন। তবে চেন্নাইয়ের মাটিতে ৪ উইকেট নিয়েই এবারের আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ। এমনভাবেই শেষ করতে চাইবেন এই বাংলাদেশি পেসার।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com