
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারী দল।
৩০ এপ্রিল, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতিরা। দলের হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন মুরশিদা খাতুন।
আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু আজ ব্যর্থ হয়েছেন গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক।
জ্যোতি ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে বৃষ্টি। ঘণ্টা খানেক খেলা বন্ধ ছিল। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য কমেনি।
নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। এক প্রান্তে মুর্শিদা দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মুর্শিদা ৪৯ বলে করেছেন ৪৬ রান।
ওপেনিং নেমে শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি দিলা আক্তার। আউট হওয়ার আগে ৬ বলে ১০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুরশিদা খাতুন। দলকে একাই টেনেছেন তিনি। ভারতের হয়ে ১৯ রান খরচায় তিন উইকেট শিকার করেন রাধা জাদব। দুইটি করে উইকেট নেন শ্রিয়াঙ্কা পাতিল ও দিপ্তি শার্মা। এছাড়া একটি উইকেট নেন পূজা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]