শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:২৬
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন অধিনায়কের নাম জানাল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। শানাকার বদলি হিসেবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ওপেনার কুশল মেন্ডিস।


ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।


বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচের আগেই ইনজুরিতে পড়েন লঙ্কান দলপতি দাসুন শানাকা। ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন তিনি। তবে ইতোমধ্যেই তার বদলি হিসেবে ডাক পেয়েছেন চামিকা করুনারত্নে। আইসিসির থেকে তার অন্তর্ভুক্তির অনুমোদনও মিলেছে।


দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডার ভাষ্য, শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকবেন।


লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে শানাকার।


এদিকে শানাকা ছিটকে যাওয়ায় কপাল খুলেছে চামিকা করুনারত্নের। ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন করুনারত্নে। আগামী সোমবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে একাদশে দেখা যেতে পারে।


শ্রীলঙ্কার হয়ে ২৩টি ওয়ানডে খেলেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। ওয়ানডে ক্যারিয়ারে ২৮ দশমিক ৮৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭ দশমিক ৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। সর্বোচ্চ ইনিংসটি তার ৭৫ রানের।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com