
দ্বিতীয় ধাপে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সম্প্রতি জাতীয় পার্টিতে যোগদানকৃত নেতা নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল তার মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসাবে অ্যাডভোকেট আ. সালাম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত পত্রে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ, ২১ এপ্রিল উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে মশিউর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
আগামী ২১ মে নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন নির্বাচনের মাঠে লড়ছেন।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]