এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা বাফুফের
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:২৫
এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা বাফুফের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (১৭ জুলাই) জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে এ দল ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আসর।


এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজুতে। একই সময়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপের খেলা থাকায় বসুন্ধরা কিংস এবং আবাহনীর ফুটবলারদের পাচ্ছে না বাফুফে। আর সে কারণে ঘোষিত দলে সুযোগ মেলেনি জিকো, মোরসালিন এবং তারিক কাজীর।


এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট মূলত অনূর্ধ্ব-২৩। এর সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। সিনিয়র ফুটবলার হিসেবে জামাল ভূঁইয়াসহ আরও রয়েছেন ইব্রাহিম এবং মুরাদ। বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।


এশিয়ান গেমসের দল-


গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন।


রক্ষণভাগ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহিন আহমেদ।


মধ্যমাঠ: আবু সাইদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।


ফরোয়ার্ড: রবিউল হাসান, মো. ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, সারোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com