
খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড শান্তিনগরে অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় তালুকদার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি সদর এবং মাটিরাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম জানান, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে। দ্রæত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে পানির উৎস দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের চেষ্টাতেও মার্কেটের কোনো দোকান রক্ষা করতে পারেনি।
মার্কেটটির মালিক গফুর তালুকদার জানান, মার্কেটটিতে কুলিং কর্নার,মোটর গাড়ির পার্টসের শো রুম, গ্রীল ওয়ার্কসপসহ ২৫টির মতো দোকান ছিলো। টিনসেডের মার্কেটটির সবকয়টি দোকান পুড়ে গেছে। আগুনে দোকানঘরসহ আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক জাকির হোসেন জানান, খাগড়াছড়ি সদর এবং মাটিরাঙ্গা স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত পৌনে ১টার দিকে আগুনের নিয়ন্ত্রন আনা হয়েছে। ইলেক্ট্রিক শট সার্কিট আগুনের সূত্রপাত ধারণা করেছেন তিনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]