
দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে নানা আয়োজনে মহান মে দিবস-২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ মে) সকালে পাকেরহাট নাহার মার্কেট চত্বরে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজন কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।
মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালহা চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাকিম চৌধুরি ও জিকরুল হক, ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তুহিন আকাশসহ এই ৪ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শ্রমিকরা।
বিবার্তা/জামান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]