আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১৯:০৮
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০৯ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ান হলো অস্ট্রেলিয়া।


১১ জুন, রবিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ২০৯ রানে হারায় অস্ট্রেলিয়া।


ইংল্যান্ডের দ্য ওভালে জমজমাট ফাইনালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া।


জবাবে অস্ট্রেলিয়ার অসাধারণ বোলিংয়ে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে প্রথম ইনিংসে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া।


সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ফলে ফাইনাল জিততে ৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়ায় স্কোরবোর্ডে ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত। এরফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।


ফাইনালে সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯ ভারত ১ম ইনিংস: ২৯৬, অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)


ভারত ২য় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)


ফাইনাল ফলাফল-অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com