সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষমা চাইলেন নাবিল
প্রকাশ : ০৪ মে ২০২৩, ১১:২৮
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষমা চাইলেন নাবিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবাদিকদের কটাক্ষ করে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বসের দেখানো পথেই হেঁটেছেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। গত মঙ্গলবার (২ মে) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে নাবিল বলেছেন, ‘আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে।’


তার এমন বিরূপ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সমালোচনার শিকার হন নাবিল। যা নিয়ে দিনভর হয়েছে সমালোচনা। এরপরেই বাফুফের দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কাজী নাবিল।


বুধবার রাত ১০টায় পাঠানো এক বিবৃতিতে নাবিল বলেছেন, ‘গত মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের পূর্বে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সব সময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছেন। এই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই আমার উচিত হয়নি। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এ সেক্টরে আমাদের পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এ মন্তব্য আমার ওপরও এসে পড়ে। তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি।’


তিনি আরো লিখেছেন, আশা করছি আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন। এর আগে গত ২ মে সাংবাদিকদের নিয়ে কটূক্তি করার কিছুক্ষণ পরেই এক ভিডিও বার্তায় ক্ষমা চান কাজী সালাউদ্দিন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com