তৃতীয়বারের মতো হকি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৮
তৃতীয়বারের মতো হকি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৭ বছরের অপেক্ষার অবসান। তৃতীয়বারের মতো হকির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ভারতের ওড়িশার ভুবনেশ্বরে রবিবার (২৯ জানুয়ারি) রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় জার্মানি।


গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়াম এ দিন দুর্দান্ত শুরু করেছিল। জার্মানির বিপক্ষে প্রথম কোয়ার্টারেই ২-০ এগিয়ে যায় তারা। ম্যাচের ৯ মিনিটে ১-০ করেন ফান ফ্লোরেন্ত। এক মিনিটের মধ্যে বেলজিয়ামকে ২-০ এগিয়ে দেন কসইন্স টাঙ্গি।


দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে জার্মানি। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-২ করেন ওলেন নিকলাস। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই ২-২ করেন পেইলাত গঞ্জালো।


চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জার্মানিকে ৩-২ এগিয়ে দেন গ্রামবুখ মাটস। একেবারে অন্তিম লগ্নে ৩-৩ করেন বেলজিয়ামের বুন টম। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতেও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ-এ ৫-৪ জিতে তৃতীয়বার বিশ্বসেরা হলো জার্মানি।


এ দিকে, অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে পুরুষদের বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ পেল নেদারল্যান্ডস।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com