সামনের দুর্গাপূজার ছুটিতে বাড়ি আসতে চেয়েছিলেন। মোবাইলে মা-বাবাকে এমনটিই জানিয়েছিলেন দেখা হবে পূজার ছুটিতে । কিন্তু একটি ঘটনা সব ওলট-পালট করে দিলো। ছুটির আগেই চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজে আগুনে প্রাণ হারালেন ডেক ক্যাডেট ঝিনাইদহের শৈলকূপা উপজেলা কবিরপুর গ্রামের মানিক সাহার ছেলে সৌরভ কুমার সাহা।
এলাকাবাসী জানায়, সৌরভ নিম্নবিত্ত পরিবারের সন্তান। বাবা মানিক সাহা ছোট্ট একটা মুদি দোকান চালান। দুই ছেলের বড় সৌরভ।
বাবা মানিক সাহা বিবার্তাকে জানান, সৌরভ বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে আগস্টেই বাংলাদেশ শিপিং করপোরেশনে যোগ দিয়েছিলেন। তার চাকরির বয়স মাত্র দুই মাস। সব সামর্থ্য দিয়ে ছেলেকে লেখাপড়া করিয়েছিলেন তারা। সেই স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে গেছে।
সৌরভের প্রতিবেশি নিপুণ বিশ্বাস বিবার্তাকে বলেন, সৌরভদের পরিবার নিম্নবিত্ত। ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী ছিল। তার বাবা খুব কষ্ট করে তাকে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন।
সৌরভের দাদু শচীন সাহা কাঁদতে কাঁদতে বিবার্তাকে বলেন, সে বলেছিল পূজার ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার আসা আর হলো না। আমাদের সব শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি বাংলার জ্যোতি’তে অগ্নিকাণ্ডের পর যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে তার মধ্যে সৌরভ একজন।
বিবার্তা/রায়হান/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]