খানসামায়
লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু, উদ্বেগে খামারিরা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৮
লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু, উদ্বেগে খামারিরা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় গবাদিপশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও চর্মরোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ভাইরাসজনিত এই সংক্রামক রোগে প্রতিদিনই নতুন গরু আক্রান্ত হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক উদ্বেগে রয়েছেন খামারি ও গৃহস্থরা।


খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় সব এলাকাতেই এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। তবে গোয়ালডিহি ও ছাতিয়ানগড় এলাকায় আক্রান্ত গরুর সংখ্যা অনেকটা বেশি। প্রায় অর্ধশতাধিক গরুতে এলএসডির উপসর্গ দেখা গেছে। এর মধ্যে অল্প বয়সী ও সংকর জাতের গরু বেশি আক্রান্ত হচ্ছে।


আক্রান্ত গরুর শরীরে চামড়ার ওপর গুটি গুটি ফোলা, জ্বর, মুখ ও নাক দিয়ে লালারস ঝরার মতো উপসর্গ দেখা যাচ্ছে। রোগের তীব্রতা দিন দিন বাড়ছে। নিরুপায় হয়ে স্থানীয় পশু চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন ছোট-বড় খামারিরা।


গোয়ালডিহি গ্রামের গরু খামারি আশরাফ আলী বলেন, ৪-৫ দিন আগে আমার দুই বছরের এঁড়ে বাছুর অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে ঘা হচ্ছে, ঠিকমতো খেতে পারছে না। প্রতিদিন ওষুধ দিতে হচ্ছে, খরচ বাড়ছে। আশপাশেও একই সমস্যা দেখা দিচ্ছে। গরুগুলো কষ্ট পাচ্ছে, দুশ্চিন্তায় আছি। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


অপরদিকে দিনমজুর সাজেদুর রহমান বলেন, অভাবের সংসারে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে একটা গরু কিনেছিলাম। এখন সেই গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত। চিকিৎসায় এরই মধ্যে ২-৩ হাজার টাকা খরচ হয়ে গেছে। যদি সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হতো এতটা বিপদে পড়তে হতো না বলে মনে হচ্ছে।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার জানান, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।এলএসডি প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম চলছে। এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে খামারিদের সতর্ক থাকতে বলা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com