আশুলিয়ায় পাঁচ কিমি দূরত্বে বিএনপি ও এনসিপির সমাবেশ আজ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৭
আশুলিয়ায় পাঁচ কিমি দূরত্বে বিএনপি ও এনসিপির সমাবেশ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় আজ বুধবার (৩০ জুলাই) সমাবেশ করবে বিএনপি। একই দিনে সেখানে পদযাত্রা কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কাছাকাছি স্থানে দল দুটির কর্মসূচি ঘিরে এলাকায় নানা আলোচনা রয়েছে। সম্প্রতি কয়েক জেলায় এনসিপির পদযাত্রা ঘিরে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি এবং দলটির নেতাদের কিছু বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সাভার-আশুলিয়ায় নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনাও লক্ষ্য করা গেছে.


দুই দলের সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতি মাথায় রেখে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। আজ বিকেল ৩টার দিকে আশুলিয়ায় শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসা মাঠে সমাবেশ করবে বিএনপি। এর পাঁচ কিলোমিটার দূরত্বে আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। গতকাল মঙ্গলবার দুপুরে উভয় দলের নেতারা নিজ নিজ কর্মসূচিস্থল পরিদর্শন করেন।


সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।


এদিকে আজ বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে সমাবেশ করবে এনসিপি। দলটির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন বলেন, নরসিংদীতে বুধবার বেলা ১১টায় পদযাত্রা করা হবে। এর পর বিকেলে বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি জানান, পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য আশুলিয়ায় দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।


দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও রয়েছে উদ্বেগ, উত্তেজনা। গোপালগঞ্জ, কক্সবাজার, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের একাধিক স্থানে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক স্থানে দলটির কেন্দ্রীয় নেতারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি কিছু মন্তব্য করেছেন। সব মিলিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে আশুলিয়ার কর্মসূচি ঘিরে কিছুটা উত্তেজনা রয়েছে। অনেকে বলছেন, সাভার-আশুলিয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। রাজধানীর অতি কাছের এ এলাকার পথসভাতেও যদি বিএনপির বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়া হয় তাহলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক, তারা চান না। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, আমরা সাভারে বিএনপি ঐক্যবদ্ধভাবে সব অপশক্তি রুখে দিতে প্রস্তুত।


স্থানীয় সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। আমরা তাঁর দিকনির্দেশনায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সব কর্মকাণ্ড পরিচালনা করব.


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিএনপি ও এনসিপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com